ডাকসু ভিপি নূর ও তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতার রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পুলিশের চাওয়া পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মইনুল হক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরা হলেন—মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত তূর্য, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শান্ত।
পুলিশের পক্ষ থেকে সোমবার (২৩ ডিসেম্বর) রাতে শাহবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারে আল মামুন ও তূর্যের নাম থাকলেও শান্তর নাম ছিল না।