বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ॥
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শনিবার রাতে বীরগঞ্জ থানার এসআই আলন চন্দ্র বর্মনের নেতৃত্বে এএসআই বিষ্টু, রাশেদুল ইসলাম, শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৭ আসামী কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন। আসামীরা যথাক্রমে- ভোগডোমা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে শফিকুল ইসলাম, চাকাই গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন, রাঙ্গালীপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে এজাজ উদ্দিন, চাপাপাড়া গ্রামের মৃত তজলিম উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম, বাদলাপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে বুলবুল আহম্মেদ, এলাইগাঁও গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে কবিরুল ও ফরিদপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল কাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন।