মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ, দিনাজপুর সংবাদদাতা ॥ দিনাজপুরের বীরগঞ্জে দু’মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ এসআই নিমাই কুমার রায়ের নেতৃত্বে এসআই আলন চন্দ্র বর্মণ, রেজাউল করিম, এএসআই শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী ও সাজেদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার রাত আড়াইটায় বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মোদাতীর গ্রামের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে জিতেন্দ্র নাথ সরকারের ছেলে জগদীশ চন্দ্র সরকার (৩৮)কে গ্রেফতার করে শনিবার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছেন। এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী দু’মাসের সাজাপ্রাপ্ত আসামী। মামলার ধারা ১৩৮।