মোঃ হাসানূল কবীর, খুলনা ব্যুরোঃ ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় যশোরের বেনাপোলে
বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) দুপুরে ২০,০০০ ইউএস ডলার ও দুটি রেডমি নোট সেভেন প্রো মোবাইল ফোনসহ লাইলী রহমান লাকি (২৮) নামে এক নারী পাসপোর্টযাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। আটক লাকি মাদারীপুর জেলার শিবচর থানার চররামারীকান্দি গ্রামের রহমান শরীফের মেয়ে। তার পাসপোর্ট নং (ইই ০২৭৫১৭০)।
কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম জানান, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার পর ওই নারী কাস্টমস স্ক্যানিং শেষে বের হলে সন্দেহজনক ভাবে তাকে তল্লাশি করা হয়। এসময় তার ল্যাগেজ থেকে ২০,০০০ ইউএস ডলার ও দুটি মোবাইল ফোন করা উদ্ধার হয়। বেনাপোল চেকপোষ্টের কাস্টমস সুপার কামরুল হোসেন জানান, উদ্ধারকৃত ডলার ও মোবাইল ফোন কাস্টমস হাউজ শাখায় জমা দেওয়া হবে।