শাহ আলম,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ পৃথক মাদক বিরোধি অভিযান চালিয়ে ৩৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক নারী ইয়াবা ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, গত ৩ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশ উপজেলার কশিগাড়ী গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী সাবু মিয়াকে(২৮) ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ উপজেলার রাণীগঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাবু মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছোটহরিনমারি গ্রামের মৃত বাবু মিয়ার পুত্র। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও ঘোড়াঘাট সহ বিভিন্ন উপজেলায় একাধিক মাদকের মামলা রয়েছে। অপর দিকে বুধবার রাত সাড়ে ৭ টায় দক্ষিণ নয়াপাড়া গ্রামের বাদশার (বাচ্চা মিয়া) বাড়িতে অভিযান চালিয়ে স্ত্রী গোলাপী বেগমকে (৪৫) বাড়ি থেকে ফেন্সি গুলের ভিতরে রাখা ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।