১৪ নং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান বলেন,গত বুধবার রাত দেড় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার আবুল কালামের নেতৃত্বে, বিজিবি সদস্যরা চকরহমত গ্রামে অভিযান চালায়। অভিযানে চালিয়ে ১৮৫ বোতল ফেনসিডিল আটক করা হয় ।
অপরদিকে, বুধবার রাত ২টার দিকে, কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার আলিয়ার হোসেনের নেতৃত্বে, ন নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কল্যাণপুর নামক স্থানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। অভিযানে ২৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। তবে চোরাকারবারীর বিজিবির অভিযান টের পেয়ে ফেনসিডিলগুলো ফেলে তারা পালিয়ে যায়।