মোঃ হাসানূল কবীর, খুলনা ব্যুরোঃ যশোরের শার্শা উপজেলার ছোটআঁচড়া এলাকায় সোমবার (২৫শে নভেম্বর) ভোরে সড়ক দূর্ঘটনায় শহর আলী (১৯) নামে এক পথচারী নিহত হয়েছে। ছোটআঁচড়া বাইপাস সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শহর আলী উপজেলার ভবারবেড় গ্রামের জলিল শেখের পুত্র। স্থানীয়রা জানান, নিহত শহর আলী ভোরে বাড়ি থেকে বের হয়ে উক্ত স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী তার মরদেহটি রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে সনাক্ত করে আটকের প্রক্রিয়া চলছে।