মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার, দৈনিক গণজাগরণ।।
সাপ্তাহিক ” বিপ্লবী জনতা ” এর আয়োজনে এবং এ এম ভি’র সহযোগিতায় ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ” বিপ্লবী জনতা স্টার এ্যাওয়ার্ড – ২০১৯ । ”
১৮ নভেম্বর, ১৯ সোমবার ঢাকাস্হ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ” বিপ্লবী জনতা স্টার এ্যাওয়ার্ড – ২০১৯ ” অনুষ্ঠানে দিনাজপুর কোতয়ালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ বজলুর রশীদ কে ” মাদক ও সন্ত্রাস দমনে বিশেষ অবদানের জন্য ” সাপ্তাহিক বিপ্লবী জনতা’র সম্পাদক ও প্রকাশক মুহাঃ আঃ মোতালিব ও নির্বাহী সম্পাদক এ এম গোলাম ফারুক মজনু স্বাক্ষরিত সনদপত্র ও সম্মাননা প্রদান করে।