সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইয়াছিন আলী (৬৫) নামে এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার সকালে পুলিশ ঘটনাস্হলে গিয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
শনিবার রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইয়াছিন জেলার উল্লাপাড়া উপজেলার আলিয়ারপুর এলাকার বাসিন্দা নওগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান মজনু বিষয়টি নিশ্চিত করেছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোস্তাফিজুর রহমান জানান, একটি খুন হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।