বিকাশ ঘোষঃ বীরগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে বীরগঞ্জ থানা পুলিশ। বীরগঞ্জ থানার (ওসি) তদন্ত নবী হোসেন খানের নির্দেশে ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে এসআই আকবর আলী, এএসআই রাশেদুল ইসলাম,বিষ্টু রায় ও মানিক মিয়াসহ সঙ্গীয় ফার্স দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী বাজারের দক্ষিণ সিংড়া ফরেস্ট রোডে অভিযান চালিয়ে ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৬) কে দেহ তল্লাশি করে ৭০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। বীরগঞ্জ থানা পুলিশ জানান, মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম পুলিশের চোখে ফাঁকি দিয়ে মাদকদ্রব্য (গাঁজা) বিক্রি করে আসছিল। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১১ তারিখ ১৪/১১/২০১৯ ধারা ৩৬(১) এর টেবিল ১৯(ক)।