মোঃ হাসানূল কবীর, ব্যুরো চীফঃ যশোরের শার্শা উপজেলার কেলেরকান্দা এবং বড়আঁচড়া গ্রামে বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) রাত ১০টার দিকে পৃথক দুইটি অভিযান চালিয়ে ৪কেজি গাঁজা উদ্ধার এবং ৪বোতল ফেন্সিডিলসহ রায়হান (২৫) নামে এক মাদক সেবনকারীকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
অভিযানে নেতৃত্বদানকারী বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলমগীর এবং কনস্টেবল খলিলুর রহমানকে সাথে নিয়ে বড়আঁচড়া মাঠপাড়ায় অভিযান চালিয়ে ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালিয়ে যায়। অপরদিকে এএসআই শাহীন ফরহাদ এর নেতৃত্বে কেলেরকান্দায় অভিযান চালিয়ে ৪বোতল ফেন্সিডিলসহ রায়হান নামে একজনকে আটক করতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খাঁন জানান, আসামী রায়হানকে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে৷