মিজানুর রহমান (ধামরাই) প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় রাতের আঁধারে অটো ব্যানের চাপায় নবম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
১১ নভেম্বর সোমবার দিনগত রাতে ৯/৩০- ঘটিকার সময় সুয়াপুর ইউনিয়ন সংলগ্ন এলাকায় অটো ব্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনা স্থলেই স্কুল ছাত্রের মৃত্যু হয়।
এলাবাসি জানান রাজু সুত্রধর (১৭) পিতা শামনাল সুত্রধর। রাতে মন্দিরে অনুষ্ঠান শেষে পাশের এক ফার্নিচার দোকানের অটো ব্যান ঘরে দিবার কথা বলে অটো নিয়ে রাস্তায় চালাতে বেরিয়ে আসে। কিছুদুর যাবার পরে ব্যানটি ঘোরিয়ে দোকানে আসার সময় রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। স্কুল ছাত্র রাজু ফিরতে দেরি হলে বন্ধু হৃদয় সুত্রধর সহ এলাকাবাসী এগিয়ে আসে।
এসে দেখে পকুরের পাশে অটো ব্যানের নিচে পরে আছে রাজু। এতে ব্যানের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই রাজু সুত্রধর মৃত্যু হয়। নিহত রাজু সুত্রধর (সুয়াপুর নান্নার) উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।