মোঃ হাসানূল কবীর, ব্যুরো চীফঃ যশোর, শার্শা উপজেলার আনদুরপোতা মাঠ থেকে বৃহস্পতিবার ভোরে ৭৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে শিকারপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর ক্যাম্পের সুবেদার সরোয়ার হোসেন ও সিপাহী ইমরান হোসেনসহ ক্যাম্পের একটি টহল দল আনদুরপোতা মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।