মোঃ হাসানূল কবীর, ব্যুরো চীফঃ যশোরের বেনাপোল পৌর এলাকার ছোটআঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ ইবারত মুন্সি (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শুক্রবার (১লা নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছোটআঁচড়া গ্রামে পোর্ট থানার এসআই পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে উক্ত ফেন্সিডিলসহ তাকে আটক করে। আটক ইবারত বেনাপোল পৌটসভার ছোটআচঁড়া (মাঠপাড়া) গ্রামের আইয়ুব মুন্সির ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খাঁন নিশ্চিত করে জানান, আটক আসামীকে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।