মোঃ হাসানূল কবীর, ব্যুরো চীফঃ যশোর বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে রবিবার (২৭শে অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ৯০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ আমিনুর রহমান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক আমিনুর যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিনুরকে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ আটক করা হয় এবং মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।