মোঃ হাসানূল কবীর, ব্যুরো চীফঃ যশোর, বেনাপোলে রবিবার ভোরে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী মোঃ আনারুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেফতার আনারুল ইসলাম নারায়নপুর গ্রামের আমিন উদ্দিন এর ছেলে। পোর্ট থানার এএসআই আলমগীর হোসেন, কনস্টেবল চঞ্চল কর্মকার ও কনস্টেবল মোঃ খলিলুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ি নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে আনারুল ইসলাম কে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনারুল ইসলাম কে তার বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামীকে যশোর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।