মোঃ হাসানূল কবীর, ব্যুরো চীফঃ
সোমবার (১৪ই অক্টোবর) দুপুরে যশোর বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে ঢাকাগামী একটি পরিবহন থেকে তল্লাশি করে মোবাইল ও বিভিন্ন ভারতীয় পণ্যসহ স্বামী-স্ত্রীকে আটক করে ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা। আটক স্বামী-স্ত্রী ঢাকার খিলক্ষেত থানার কুড়িল পূর্বপাড়া গ্রামের শহিদ মিয়ার ছেলে হেলেন মিয়া (৪৪) ও তার স্ত্রী সায়মা সুলতানা (৩৩)।
বিজিবি সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুইজন পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য নিয়ে একটি পরিবহনে ঢাকায় যাচ্ছে এমন সংবাদে পরিবহনটি আমড়াখালি চেকপোস্টে এলে চেকপোস্টে কর্মরত হাবিলদার আশেক আলীর নেতৃতে বিজিবি সদস্যরা তল্লাসি চালায়। তখন হেলেন মিয়া ও তার স্ত্রী সায়মা সুলতানাকে বাস থেকে নামিয়ে তল্লাসি চালানো হয়। সায়মা সুলতানার পায়ে বাঁধা ১৮টি ভারতীয় মোবাইল উদ্ধার করা হয় এবং ব্যাগে তল্লাসি করে ৬টি থ্রি পিস, ১৭টি শাড়ি, ২০টি চাদর (শাল), ১৩টি ওড়নাসহ ৬ লাখ ৫৯ হাজার ৪৫০ টাকার মালামাল পাওয়া যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, আটক দুইজন ভারত হতে বাংলাদেশে শুল্ক ফাঁকি দিয়ে উক্ত মালামাল পাচার করছিল।আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পূর্বে ৬/৭ বার একই উপায়ে অবৈধ মালামাল পাচার করেছেন।