বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ॥
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে জুয়া নির্মুল করার লক্ষে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে বীরগঞ্জ থানা পুলিশ। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন এর নিদের্শনায় ও গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই আলন চন্দ্র রায়ের নেতৃত্বে নিমাই রায়, এরশাদ হোসেন, এএসআই মিজানুর, মোঃ রাশেদুল ইসলাম, মজিদুল ইসলাম, আঃ রশিদসহ সঙ্গীয় ফোর্স ২৭ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৪ টা উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ব্রাহ্মনভিটা গ্রামের মোছাঃ কুলছুম বেগম এর বসতবাড়ির শয়নঘরে টাকার বিনিময় তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় বিশেষ অভিযানে মাঝাড়া গ্রামের মোঃ আঃ সামাদের ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৩৫), ফকিরের মোড় গ্রামের মোঃ ফয়জুল হকের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩২), মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ ফারুক ইসলাম (২২), কাবলি শাহার দিঘী গ্রামের মোঃ মোকছেদুলের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২৪), মো: মমিজ উদ্দিনের মোঃ ছইফুল আলম (২৮), মোঃ আসাদ আলীর ছেলে মোঃ ফারুক (২৮) ও বাজিতপুর গ্রামের মৃত দানেশ আলীর ছেলে মোঃ আয়নাল হক(২৮)কে নগদ ১৯২০ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। এব্যাপারে বীরগঞ্জ থানায় ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং২৫ তারিখ ২৮/৯/২০১৯