ফজিবর রহমান বাবু ॥- কাহারোল উপজেলায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, সকল সম্প্রদায়ের রক্তের আলপনায় অর্জিত এই বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশে সকল সম্প্রদায়ের সমঅধিকার নিশ্চিত করেছেন।দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে পূজা উদযাপন পরিষদের কর্মকান্ডকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান মনোরঞ্জন শীল গোপাল এমপি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রতন সিং এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার প্রচার সম্পাদক সঞ্জীব কুমার, কোষাধক্ষ্য বাচ্চু কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ঈদয় চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়, ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র।
বিকেলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। সম্মেলন উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুনীল চক্রবর্তী। সম্মেলনে ৬টি ইউনিয়ন নেতৃবৃন্দ অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে রাজেন্দ্র দেব নাথকে সভাপতি, সুকুমার রায়কে সাধারণ সম্পাদক ও শচীন চন্দ্র সাংগঠনিক সম্পাদক নিবার্চিত হয়।