গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজারে ঔষধ ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় দু’টি ফার্মেসীর ২০ হাজার টাকা জরিমানা ও সূর্যের হাসি ক্লিনিকের ফিল্ড কর্মি সোলেমান ফার্মেসীতে সরকারী ঔষধ বিক্রী সহ রেজিষ্টার পাওয়া গেছে।
১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় গাইবান্ধা জেলা ড্রাগ অফিসের কর্মকর্তা ও থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন। বেশি দামে ঔষুধ বিক্রী ও মেয়াদউত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে সোলেমান ফার্মেসীর প্রোপাইটার রুবেল হোসেন ও শোভা ড্রাগস হাউসের প্রোপাইটার রাজ্জাকুল হাসানের পৃর্থক ভাবে ১০ হাজার করে দু’টি ফার্মেসীর ২০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
অপর দিকে, বালুয়া বাজারে স্থাপিত সূর্যের হাসি ক্লিনিকের ফিল্ড কর্মি সোলেমান ফার্মেসীতে সরকারী ঔষুধ বিক্রি করার জন্য রেখে যায়। তবে ওই ফার্মেসীর মালিক সূর্যের হাসি ক্লিনিকের ফিল্ড কর্মির নাম বলতে পারেনি ভ্রাম্যমান আদালতকে।
এ বিষয়ে স্থানীয় লোকজন সূর্যের হাসি ক্লিনিক সম্পর্কে সরকারী ঔষুধ বিক্রী সহ ক্লিনিকে চিকিৎসা ও অপারেশনের নানাবিধ সমস্যার কথা মিডিয়া কর্মিদের বলেন।
এ ব্যাপারে সূর্যের হাসি ক্লিনিকে যেয়ে ম্যানেজারকে না পেয়ে এডমিন এ্যাসিস্টেট চিত্তরঞ্জন এর সাথে কথা বললে তিনি বলেন, সূর্যের হাসি ক্লিনিকে সরকারী ঔষুধ ব্যবহার করা হয় না।