দিনাজপুরের বীরগঞ্জে সিকান্দার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে পুলিশ। সিকান্দার আলী (৪৮) উপজেলা নিজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মোঃ তাঁরা মিয়ার ছেলে। সকালে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) আব্দুল ওয়ারেস, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন, নিজপাড়া বিট পুলিশিং এসআই নাজমুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল করে দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছেন।
সরজমিনে গেলে মৃতের ছোট ভাই আব্দুর রহিম জানান, তার ভাই ভোরে ফজর নামাজ আদায় করে বাড়ীর পাশ্ববর্তী লাউ ক্ষেত পরিচর্যা কাজে নিয়োজিত ছিলেন। বেলা উঠার পর সিকান্দার আলী বাড়ীতে ফিরে না আসলে রহিম এবং রমজানসহ কয়েকজন গিয়ে দেখে সিকান্দারের গলায় লাইলন রশি পেচানো অবস্থায় দেখে পরিবারের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।
এব্যাপারে বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান বলেন, মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।