শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগ শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগ – সবুজ বাংলা নিউজ
  1. [email protected] : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. [email protected] : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে মন্দিরের শৌচাগার নিমার্ণ কাজের উদ্বোধন মুখে মাস্ক না থাকায় রিকসা চালকের মাথা ফাটালো ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী উলিপুরের বিশিষ্ট সমাজ সংস্কারক দার্শনিক এর ৮তম প্রয়াণ দিবস পালিত বিরামপুর মহিলা কলেজ পরিদর্শন ও মাস্ক বিতরণ করলেন ইউএনও বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কাহারোলে শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত আওয়ামীলীগের নৌকা প্রত‍্যাশি সুজাউল হক সবুজ মুখে মাস্ক না থাকায় রিকসা চালকের মাথা ফাটালো ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী বীরগঞ্জ সরকারি কলেজে বৃক্ষ রোপণের মাধ্যমে বীরগঞ্জ শুভসংঘের নতুন কমিটির যাত্রা শুরু রানীশংকৈলে ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলাচল রাণীশংকৈলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শিশু অধিকার, শিশু নিরাপত্তা, উন্নয়নের জন্য যোগাযোগ (সিফোরডি) ও শিশু নেতৃত্বের কর্মশালা তাকেদা হেলদি ভিলেজ প্রজেক্ট এর প্রকল্প কার্যক্রম সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান বাল্যবিবাহ রোধে কিশোর কিশোরীদের আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই এমপি মনোরঞ্জন শীল গোপাল ডোমারের জোড়াবাড়ী ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা আজাহারুল ইসলাম জুয়েল

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগ

বার্তা ডেক্স
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪৮ জন দেখেছেন

শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নে মক্তব থেকে ফেরার পথে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুর বয়স বয়স ১১ বছর। সোমবার (৩০ আগস্ট) সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার হওয়া মেয়ে শিশুটির মামা জানান, আমার ভাগ্নি সকালে গ্রামের মসজিদ থেকে ইসলামী শিক্ষা শেষে বাড়ি ফেরার পথে নির্জন বাঁশ ঝাড়ের নিচে নিয়ে একই গ্রামের প্রতিবেশী আক্কাস মিয়া (২৮) তাকে ধর্ষণ করে। বাড়িতে আসার পর মায়ের চোখে তার অস্বাভাবিক আচরণ ধরা পড়ে।
এ সময় আমার ভাগ্নি বাথরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করতে চাইলে তার মা কি হয়েছে জানতে চান। তখন সে জানায়, তাদের গ্রামের নওসাদ মিয়ার ছেলে আক্কাছ মিয়া তাকে ভয় দেখিয়ে এমনটা করেছে। সে জানায়, শুধু আজ নয় এর আগেও সে তার সাথে এরকম করেছে।

এদিকে খবর পেয়ে গ্রামের মানুষের আক্কাস মিয়ার বাড়িতে গেলে আক্কাস মিয়া পালিয়ে যায় বলে জানান তিনি।
এ ব্যাপারে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক জানান, সোমবার সকালে মেয়েটি হাসপাতালে ভর্তি হয়েছে। বোর্ড গঠন করে তার মেডিকেল পরীক্ষা করা হবে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক জানান, তারা ঘটনাটির খবর পেয়ে মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। এবং ঘটনায় অভিযুক্ত আক্কাসকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।

এ বিভাগের আরও সংবাদ:
© All rights reserved © 2019 Sabuj Bangla News
Web Designed By : Sabuj Bangla News Team