হাকিমপুর প্রতিনিধিঃ আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২.৩০ টায় হাকিমপুর থানার এস আই মোঃ রাকিব হোসেন, এস আই শফিকুল ইসলাম , এ এস আই মিন্টু, জিল্লুর মধ্য বাসুদেবপুর স্টেশন পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে –
আসামী ০১। মোছাঃ রিতা (২২) স্বামী- মৃত মামুনুর রশিদ সাং- মধ্য বাসুদেবপুর (স্টেশন পাড়া) থানা- হাকিমপুর জেলা- দিনাজপুর,
২৫ (পচিঁশ) বোতল ফেন্সিডিল, ২৫০ (দুই শত পঞ্চাশ) গ্রাম শুকনা গাজা, ১০০ (একশত ) গ্রাম তামাক পাতা, ১০০ টি ফেন্সিডিলের খালি শিপি সহ গ্রেপ্তার করা হয়। তাহার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রুস্তুতি চলছে। মাদক উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত আছে।