২৭ আগষ্ট রাত ১২.৩০ টায় হাকিমপুর থানার দক্ষিন বাসুদেবপুর,মধ্য বাসুদেবপুর এলাকায় হাকিমপুর থানা পুলিশ ওয়ারেন্ট বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করে –
০৪ জন জি আর ওয়ারেন্ট ভুক্ত আসামী ০১। মোঃ আলম মিয়া (৩৫) পিতা- মৃত হারেছ আলী সাং- মিরপুর ০২। মোঃ আরজু (২২) পিতা- মোঃ মোক্তার হোসেন ০৩। মোঃ আব্দুল কুদ্দুস (৩২) পিতা- মৃত লাল চান উভয় সাং-দক্ষিন বাসুদ্দবেপুর
৪। মোঃ রাজু আহমদ (২৩) পিতা- মোঃ কামরুজ্জামান সাং- মধ্য বাসুদবেপুর সর্ব থানা- হাকিমপুর জেলা- দিনাজপুরদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত আছে।