বিকাশ ঘোষ ॥ দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত তদন্ত ওসি বিশ্বনাথ দাস গুপ্তের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআই আলমের নেতৃত্বে এসআই তৌহিদুল ইসলাম, এএসআই মিজান, মানিক, বিষ্টু, রাশেদ ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ভোগনগর ইউনিয়নের মহুগাঁও বাজার থেকে এনজিআর ১৪/১৯ মামলার ওয়ারেন্টের পলাতক আসামী ভোগনগর ইউপি’র সদস্য মোঃ রফিকুল ইসলাম (৪২) ও গোপী দাসের ছেলে শম্ভু দাস (৩৮), সাতোর ইউনিয়নের প্রাণনগর বাবলু ফার্ম এলাকা থেকে ৮ লিটার চোলাই মদ সহ প্রাণনগর গ্রামের কার্লস্ কিস্কু (৩৪), ঠাকুরগাঁও সদরের শান্তিনগর এলাকার ইমরান আলী (২১), আলমগীর (২৫) ও সোহাগ (৩২) সহ গ্রেফতার করে মাদক দ্রব্য আইনে আদালতে সোপর্দ করেছেন।