বিকাশ ঘোষ : দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাকে মাদক র্নিমূল করার লক্ষ্যে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে বীরগঞ্জ থানা পুলিশ। বীরগঞ্জ থানার এএসআই মঞ্জুরুল হকের তথ্য ও পোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিনের নেতৃত্বে ওসি( তদন্ত) বিশ্বনাথ দাশ গুপ্ত, এসআই নিমাই, আলন চন্দ্র রায়, তোহিদুল, এরশাদ, এএসআই মঞ্জুরুল হক, মিজান ও সঙ্গীয় ফোর্স সহ বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের মো: রাজু আহম্মদের বাড়িতে অভিযান চালায় এবং ব্যাপক তল্লাশি চালিয়ে রান্নাঘরের পাশে মাটির গর্ততে লুকিয়ে রাখা ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন এবং পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মাদক ব্যবসায়ী মো: রাজু আহাম্মদ (২৫) ও একই এলাকার মো: নেছারুল ইসলামের ছেলে মো: খেরাজ উদ্দিন (২০)কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। এব্যাপারে বীরগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে মামলা নং ১৯ তারিখ ১৯/৮/২০১৯, ২৫ বি,ধারায় রুজু করা হয়েছে।