রবিউল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউপির কাঠালবাড়ী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অষ্টম শ্রেনীর ছাত্র রাহাতকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
জানা গেছে, রবিবার বিকালে ৪টায় কাঠালবাড়ী গ্রামের আব্দুর রহিমের পুত্র রাহাত (১৪) একই গ্রামের খয়বর আলীর পুত্র রফিকুল ইসলাম এর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা রাহাত কে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষ দর্শীরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদি হাসান জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে