দিনাজপুরে সোহেল রানা নামে এক সন্ত্রাসী-চাঁদাবাজকে আটক করেছে র্যাব। এসময় একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়। সোহেল রানা দিনাজপুর পৌর এলাকার দপ্তারি পাড়ার রশিদ খালসীর ছেলে।
শনিবার সকালে র্যাব-১৩ ভারপ্রাপ্ত কোম্পানির অধিনায়ক সিদ্দিক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১৩ ভারপ্রাপ্ত অধিনায়ক সিদ্দিক আহমদ জানান, শুক্রবার রাতে দিনাজপুর শহরের রেলওয়ে সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে অস্ত্রসহ আটক করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র মামলা চলমান রয়েছে। জিসাজ্ঞাসাবাদ শেষে কোতয়ালী থানায় হস্তান্তর করা হবে।