স্টাফ রিপোর্টার : বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন বীরগঞ্জ উপজেলাকে মাদক র্নিমূল করার লক্ষ্যে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তার নির্দেশেই রোববার রাতে এসআই এরশাদ হোসেনের নেতৃত্বে এসআই তোহিদ, এএস আই মিজান, এএসআই বিষ্টু, এএসআই শফিকুল ইসলাম , এ এস আই রাশেদুলল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ বীরগঞ্জ সাতোর ইউনিয়নের শিংড়া শালবন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজাসহ মো. ফরিদুল ইসলামের ছেলে মো.গনীজ উদ্দিন (২৮) কে হাতেনাতে গ্রেফতার করে আদালত সোপর্দ করা হয়েছে। বীরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪ তারিখ ৪/৭/২০১৯ ইং ধারা ৩৬(১)এর ১০(ক)১৯(ক)। এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত গনীজ উদ্দিন বীরগঞ্জ থানার নিয়মিত আসামি। চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে।