দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের বাস ভবনে প্রবেশ করে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ওয়াকার আহম্মেদ নান্নুকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ঢাকার একটি দল।
বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার মিরপুর-১১ তার বোনের বাসা থেকে আটক করে পিবিআই।
ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম জমি ক্রয় করায় স্বার্থে ব্যাঘাত ঘটায় ওয়াকার আহম্মেদ নান্নু, জাহাঙ্গীর আলম ও মঈনুল মাস্টার গং দের সাথে দূরত্ব সৃষ্টি হয়। এ গ্যাংটি বিভিন্ন অবৈধ কাজে আইনি পদক্ষেপ গ্রহণে ইউএনওর তৎপরতায় তারা ভালো দৃষ্টিতে দেখেনি।