স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ৬ জুলাই সোমবার রাতে হত্যার উদ্দেশ্যে দিনাজপুর সদর উপজেলা উত্তর গোসাইপুর এলাকার নছিব উদ্দিনের পুত্র মোঃ বাবুলকে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মৃত চান মিয়ার পুত্র মোঃ জিন্না (৪৩), মোঃ আন্নু পুত্র সুমন (৩৩), আব্দুল জলিলের পুত্র জাহিদুল ইসলাম (৩০), আব্দুলের পুত্র মোঃ হবি (৩৫), মোঃ শফি’র পুত্র রনি (৩৫), মৃত চান মিয়ার পুত্র মমিনুল (৩৮)সহ অজ্ঞাত আরো কয়েকজন ব্যাক্তি মিলে বাবুলকে বাড়ী থেকে ডেকে নিয়ে পাশ্ববর্তী পিডিবির পিছনের আম বাগানে নিয়ে গিয়ে সন্ত্রাসীরা বাবুলকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারী ভাবে আঘাত করতে থাকে। এসময় বাবুলের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসী সাথে সাথে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে গুরুতর রক্তাত্ত যখম অবস্থায় বাবুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্মরত চিকিৎসকরা প্রাথমিক ভাবে কাটা স্থানগুলো সেলাই করে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবুল। এব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় এজাহার দায়ের করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবী করেছেন বাবুলের পরিবার।