দিনাজপুরে উপশহরস্থ খোদমাধবপুর মিস্ত্রি পাড়ায় উঠতি বয়সী সন্ত্রাসীদের হামলায় শিক্ষার্থী আহত
স্টাফ রিপোর্টার ॥ ৯ নং ওয়ার্ডের ধোদমাধবপুর মিস্ত্রি পাড়ার বাসিন্দা মোঃ জাকির হোসেনের পুত্র উঠতি বয়সী রাতুল হোসেন (১৮) সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের।
এলাকার ১০ -১২ছেলে কে নিয়ে গ্যাং তৈরী করেছে গ্যাং লিডার রাতুল। বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডর সাথে জড়িত এই গ্যাং ।
সন্ত্রাসী রাতুল এতটাই উর্গপন্থী যে তার ফেসবুক আইডির নাম ভিলেন রাতুল।
দিনাজপুর কোতয়ালী থানার অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারী বিকাল ৫.৩০ মিনিটে খোদমাধবপুর মিস্ত্রিপাড়াস্থ মানিক নগরে অবস্থিত এম আব্দুর রহিম জামে মসদিদের সামনে একই এলাকার ৯ম শ্রেণীর শিক্ষর্থী মোঃ আপনকে ডেকে ভিলেন গ্যাং এ সামীল অথাৎ জড়িত হতে বলে গ্যাং লিডার রাতুল।
গ্যাং এ জড়িত থাকবে না বলে জানালে ১ নং আসামী ভিলেন গ্যাং এর লিডার রাতুল, ২ নং আসামী মাহাফুজ হোসেন (১৮) পিতা মোঃ তৈয়ব আলী, ৩ নং আসামী রনি (১৮) পিতা আবুল হোসেন, ৪ নং আসামী শামীম (১৮) পিতা শাহিন, ৫ নং আসামী রোহান (২০) পিতা শাহাজাহান ৬ নং আসামী আর্তিক (১৮) পিতা অজ্ঞাত আসামীগন ক্ষিপ্ত হইয়া চারিদিক দিয়ে ঘিরে ধরে এলোপাথারীভাবে শরীলের বিভিন্ন স্থানে মারপিট শুরু করে। আসামীদের মারপিটের কারনে ৯ম শ্রেণীর শিক্ষার্থী আপন মাটিতে লুটিয়া পড়িলে ১ নং আসামী হত্যার অসৎ উদ্দেশ্যে ইটের টুকরা নিয়ে মাথায় স্বজোরে আঘাত করে এবং পকেটে থাকা স্যামফনি এক্সপ্লোর ডাব্লু-১৯ ও ৮৮৮ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত আপন কে উদ্ধার করে সাময়িক চিকিৎসার জন্য দিনাজপুর সদর হাসপালে নিয়ে যায় এলাকাবাসী।
এ নিয়ে আপোষ মীমাংসার জন্য বসার কথা থাকলেও উর্গপন্থী আসমী রাতুল মুখে বলে আমার বাবা আওয়ামীলীগের নেতা আমি কাউকে ভয় পাই না। এবং ভিলেন রাতুল আইডি থেকে স্টোরী লাইনে একটি পোষ্ট দেয় যাতে আইনের প্রতি অমর্যাদা প্রশন করে লিখা হয়েছে —— ছিরুক আমার, পুলিশ কে আমি পকেটে রাখি আমি।
নাম প্রকাশে অনিচ্ছুক মিস্ত্রিপাড়ার মুরবীরা জানায়, । শুধু উঠতি বয়সী গ্যাং নয়, এলাকায় ঘটছে নানান ঘটনা কয়েক দিন আগে আশেপাশের ৪ টি মসজিদের দান বাক্সর তালা ভেঙ্গে মসজিদের টাকা চুরীসহ বিভিন্ন অপকর্ম ঘটছে। তাই প্রশাসনের দৃষ্টি আকষণ করছে এলাকাবাসী।