বিকাশ ঘোষ বীরগঞ্জ (দিনাজপুর), প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ থানার দীর্ঘ মেয়াদী ও জনবান্ধব অফিসার ইনচার্জ(ওসি) সাকিলা পারভিনকে উর্ধ্বতন কর্তৃপক্ষ বৃহস্পতিবার জনস্বার্থে গাইবান্ধায় যোগদানের নির্দেশে দিয়েছেন। বদলির আদেশে গাইবান্ধায় যোগদানের উদ্যেশ্যে বীরগঞ্জ থানা থেকে সন্ধ্যায় বিদায় নেন। ওসি সাকিলা পারভিনের এই বদলির খবরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় স্থানীয় সাংবাদিকরা ছুটে যান বীরগঞ্জ থানায়। এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময় ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় জানান সাংবাদিক মো.মাজেদুর রহমান, দশরথ রায় বাবুল, মো.সিদ্দিক হোসেন, আব্দুল রাজ্জাক, রেজা মোঃ তৌফিক, উওম শর্মা, বিকাশ ঘোষ, রনজিৎ সরকার মোঃ তোফাজ্জল হোসেন, আব্দুল জলিল, প্রদীপ রায় জিতু সহ বীরগঞ্জ প্রেসক্লাব, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব, বীরগঞ্জ প্রতিদিন অনলাইন পত্রিকার সম্পাদক, সবুজ বাংলা অনলাইন পত্রিকার সম্পাদক সহ অন্যান্য স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দরা । অন্যদিকে বৃহস্পতিবার দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অফিসার্স ক্লাবের আয়োজনে বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিনের বিদায়ী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃআমিনুল ইসলাম। এসময় উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গগত, সাকিলা পারভিন গত ২০১৮সালের ৮ এপ্রিল বীরগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করেন। বীরগঞ্জ থানার নিজের কর্মদক্ষতায় সর্বস্থরের মানুষের কাছে প্রশংসিত ওসি সাকিলা পারভিনের বদলীতে হতবাক ও আবেগআপ্লুত বীরগঞ্জবাসী। ওসি সাকিলা পারভিন বীরগঞ্জ থানায় যোগদানের পর থেকেই এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিয়ে, ইভটিজিং প্রতিরোধ ও মানুষের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ নিরসনসহ আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি, ডাকাতি রোধকল্পে, আত্মহত্যা, পরকীয়া না করা, অপরাধ বন্ধে জাতীয় জরুরি সেবা-৯৯৯ সহ করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক পথসভা করেন। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিবাবকদের নিয়ে ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধ বন্ধে সচেতনতা মূলক কর্মশালায় অংশগ্রহণ করে ব্যাপক প্রশংশীত হয়েছেন।