বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ত্রি-বার্ষিক কাউন্সিল সফল করার লক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৯ মে-২০২২) বিকেলে সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দদিনাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ আব্দুল হক সবুজ। এসময় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হাসান জুয়েল, ত্রাণ বিষয়ক সম্পাদক ঈশ্বর চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাজা, সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম শেখ সহ ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দসহ আসন্ন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল এর তারিখ নির্ধারন নিয়ে এক বর্ধিত সভার আয়োজন হয়৷ করলে পুনরায় বর্ধিত সভার কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত বর্ধিত সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে আগামী ২২শে মে কাউন্সিলের তারিখ নির্ধারিত হয়।