বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ২নং পলাশ বাড়ী ইউনিয়নের বীরগঞ্জ মোড় নামক জায়গায় অস্থায়ী কার্যালয় বানিয়ে শতগ্রাম, চাপাপাড়া, চেংঠিমোড়, মুচিবাড়ী সরকার পাড়া গ্রামের জনসাধারন মানুষের কাছে লোভের প্রোলভন দেখিয়ে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে গ্রামীন সেবা নামক ভূয়া এনজিও রাতারাতি উধাও। মঙ্গলবার (২৯আগষ্ট) বিকেলে সরজমিনে সংবাদ সংগ্রহের জন্য গেলে স্থায়ীদের মধ্যে মোঃ মামুন ইসলাম (৪৫) ও এলাকাবাসীর অনেকে বলেন, আমার এলাকা থেকে গ্রামীন সেবা নামক এনজিও প্রায় লক্ষাধিক টাকা সাধারন মানুষের কাছে নিয়ে ছিল। এনজিও প্রধান পিতা মৃত আল-মামুনের পুত্র মোঃ আশাফুল ইসলাম(৫০), গ্রামের সাধারন মানুষকে টেউটিন, ভ্যান, অটোভ্যান, বাইসাইকেল, সেলাইমেশিন, রঙ্গিন টেলিভিশন, সোফাসেট সহ বিভিন্ন পণ্য সামগ্রী দেওয়ার নাম করে প্রতিজনের কাছ থেকে ৫শত থেকে ৫হাজার টাকা পর্যন্ত উত্তোলন করেন। সরজমিনে আরও দেখা যায় ২নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইন্সেস যাহার নং-২৩৮, অর্থ বছর ২০২০-২০২১ নিয়ে বীরগঞ্জ মোড় বাজারে একটি দোকান দেখিয়ে উক্ত লাইসেন্সটি গ্রহন করে। এ ব্যাপারে অত্র ইউনিয়নের সচিবের সাথে কথা বললে তিনি বলেন, আমাদের যে কাউকে ট্রেড লাইন্সেস দেওয়ার অনুমতি রয়েছে। বাজারের ডাঃ পরেশ(৪৫) তার সাথে কথা বললে তিনি বলেন, আমার কাছে অফিস সাজানোর কিছু আসবাবপত্র রেখেছিলেন কিন্তু আমার সাথে রুম ভাড়ার কোন ধরনের চুক্তি না হওয়ায় আমি তাকে রুম ভাড়া দেইনি। কেননা আমি তার কোন পরিচয় জানিনা।