মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র নির্দেশে দিনাজপুর পৌরসভার আয়োজনে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম ও মাদ্রাসা হাফেজদের মাঝে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
৪ জুলাই, ২০২০ শনিবার সকাল ১১টায় শহরের লোকভবন প্রাঙ্গনে দিনাজপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে ৩নং ওয়ার্ডের প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সকল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম ও মাদ্রাসা হাফেজদের মাঝে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৃজনী পত্রিকার সম্পাদক স্বরুপ বক্সী বাচ্চু ও দিনাজপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. জিয়াউর রহমান নওশাদ।
উপহার সামগ্রী বিতরণ এর আগে পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জিয়াউর রহমান নওশাদ এর সভাপতিত্বে সচেতনতামূলক প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বক্সী বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সৃজনী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মমিনুল হাসান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সানাপীর জামে মসজিদের খতিব মতিউর রহমান কাসেমী।
দিনাজপুর জেলা ইমাম ওলামা সমিতির সাধারণ সম্পাদক রফিকুল্যাহ মাজাহিরী এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক অফিসার দিনাজপুর সদর ভেটেরিনারি সার্জন ডা. মো. রেজওয়ানুর হক, আওয়ামীলীগ নেতা রায়হান হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ দক্ষিণ মুন্সিপাড়া মহল্লা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন প্রমূখ।