আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে পানিবন্দী ৩৬০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার প্রদানের উদ্বোধন করলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন।
সোমবার (২৯জুন) দুপুরে পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিউল আলম রোকন, ট্যাগ অফিসার নিবারণ চন্দ্র সেন, হাতীবান্ধা উপজেলা সহকারী প্রকৌশলী জুবায়ের আহমেদ, ইউপি সদস্য জহুরুল হক, মোজাম্মেল হক, সুলতান মিয়া ও ইউপি সচিব মঈনুল হক মুকুলসহ উপকারভোগীগণ।
উল্লেখ্য যে, পানিবন্দী ৩৬০জনকেই ১০কেজি করে চাউল ও ২কেজি করে আলু প্রদান করা হয়।