শেরপুর প্রতিনিধি: আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বুধবার ১৬ অক্টেবার সকাল ১০টায় শেরপুর উপজেলা চত্ত্বর হতে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু। সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: মাসুদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শহর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেকেন্দার রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামজা, ভেটেরিনারি সার্জন পিএএ ডা. মো. রায়হান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম আওয়ামীলীগ নেতা আবু তালেব আকন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।