প্রদীপ রায় : দিনাজপুরের বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে হতদরিদ্র উপকারভোগীদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দুপুরে বীরগঞ্জ এপি অফিসের সামনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গরু বিতরণ করেন সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. ইউনুস আলী, বীরগঞ্জ এপি’র লাইভলীহুডস টেকনিকেল স্পেশালিষ্ট কাজল কুমার দে, প্রোগাম অফিসার দিপা রোজারিও সহ আরও অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস।
বীরগঞ্জ এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা জানান, হতদরিদ্র উপকারভোগীদের মধ্যে পৌরসভায় ৪৩টি বকনা বাছুর বিতরণ করা হয় এবং পর্যায়ক্রমে আগামী তিনদিনের মধ্যে সুজালপুর, মোহনপুর,পাল্টাপুর ও নিজপাড়া ইউনিয়নের ৩১৫ বকনা বাছুর বিতরণ করা হবে।