নীলফামারীতেও বই উৎসব
মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ,
নীলফামারী প্রতিনিধিঃ
সারা নীলফামারীতেও বই উৎসব ২০২১ উদযাপিত হয়েছে।
নীলফামারী জেলার সকল উপজেলায় আজ পহেলা জানুয়ারি ২০২১ (শুক্রবার) প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এগুলোতে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়।
এরই প্রেক্ষিতে নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করেন প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হাফিজুর রহমান চৌধুরী জেলা প্রশাসক নীলফামারী,
জনাব, দেওয়ান কামাল আহমেদ মেয়র নীলফামারী পৌরসভা,
জনাব এলিনা আখতার উপজেলা নির্বাহি অফিসার সদর নীলফামারী জনাব, নবেজ উদ্দিন সরকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নীলফামারী।
এসময় কয়েক জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন জেলা প্রশাসক।