করোনাভাইরাস মহামারীর কারণে নয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী বছরের ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত ১৬ মার্চ থেকে প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। … (এসএসসি পরীক্ষার্থীদের) ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে ক্লাসরুমে পড়ানোর উদ্যোগ নেব, সেই চেষ্টা করছি।”
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করা যায়নি বলে সিলেবাস পুনর্বিন্যস্ত করে তাদের স্কুলে নিয়ে ক্লাস করানোর এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, পরিস্থিতি যদি অনুকূলে থাকে, ২০২১ সালের জুন নাগদ এসএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা হবে। সেজন্য স্কুল খুলে দেওয়ার চেষ্টা করা হবে, যাতে মাধ্যমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষেই সংক্ষিপ্ত সিলেবাসের ক্লাস নিয়ে পরীক্ষার জন্য তৈরি করা যায়।
আর এইচএসসি পরীক্ষার্থীদের আগামী ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ক্লাসরুমে নিয়ে ক্লাস করানোর পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে দীপু মনি বলেন, “জুলাই-অগাস্ট নাগাদ এইচএসসি পরীক্ষা গ্রহণের আশা প্রকাশ করছি।”
বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।