নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের কাহারোলে পিএসছি পয়েশ সুন্দরপুর ক্লাবের উদ্যোগে দুঃস্থ ও অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৩০ ডিসেম্বর ২০২০ বুধবার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পিএসছি পয়েশ সুন্দরপুর ক্লাবের উদ্যোগে ৩শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
এসময় উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মজিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, পিএসছি পয়েশ সুন্দরপুর ক্লাবের সভাপতি মো. ছমছেদ আলী, সহ-সভাপতি শংকর পাল, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু সহ অন্যান্য অতিথিবৃন্দ।