সবুজ বাংলা নিউজ ডেস্ক : গতকাল বিকাল ৪টায় সিভিল সার্জন মোঃ আব্দুল কুদ্দুছ অফিসের তথ্য অনুসারে ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় মোট ১১ জন করোনা রোগী শনাক্ত। এর মধ্যে সদর উপজেলায় ০৯ জন ( জেনারেল হাসপাতাল, সরদার পাড়া, সুইহারী, পল্লীবিদ্যুৎ, ঘাসি পাড়া ও বোলরামপুর সদর), বীরগঞ্জে ১ জন ও খানসামা উপজেলায় ১ জন করোনা পজিটিভ হয়েছে।
দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯২১ জন এর মধ্যে (দিনাজপুর সদর-১৯৬৩ জন, বিরল-২৫১ জন, বিরামপুর-৩০১ জন, বীরগঞ্জ-১২০ জন, বোঁচাগঞ্জ-১১০ জন, চিরিরবন্দর-১৮৪ জন, ফুলবাড়ী-১৪১ জন, ঘোড়াঘাট-৮৪ জন, হাকিমপুর ৮৩ জন, কাহারোল-১৩৯ জন, খানাসামা-৯০ জন, নবাবগঞ্জ-১২০ জন ও পার্বতীপুর-৩৩৫ জন) মোট ১৩টি উপজেলায়।
আরও গত ২৪ ঘন্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত ০৮ জন রোগী সুস্থ হয়েছে।
দিনাজপুর জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৩৬৭১ জন তার মধ্যে সদরে-১৮২৫ জন, বিরল-২৩৯ জন, বিরামপুর-২৯১ জন, বীরগঞ্জ-১১৩ জন, বোঁচাগঞ্জ-১০৩ জন, চিরিরবন্দর-১৬৬ জন, ফুলবাড়ী-১২৮ জন, ঘোড়াঘাট-৮৪ জন, হাকিমপুর-৮২ জন, কাহারোল-১২২ জন, খানসামা-৮২ জন, নবাবগঞ্জ-১১০ জন এবং পার্বতীপুর-৩২৬ জন।
অদ্যাবধি মোট মৃত্যু-৮৬ জন এর মধ্যে উপজেলাগুলি হলো:- সদর-৩৪ জন, চিরিরবন্দরে-১০ জন, ফুলবাড়ী-৮ জন, পার্বতীপুর-৬ জন, বোচাগঞ্জ-৩ জন, কাহারোল-৫ জন, হাকিমপুর-১ জন, বীরগঞ্জ-৩ জন, নবাবগঞ্জ-২ জন, বিরামপুর-৫ জন, খানসামা-৩ জন এবং বিরল-৬ জন। বর্তমানে ১৩৭ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ২৭ জন রয়েছে। গত ২৪ ঘন্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ ১০৬টি।
গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসি আর টি ল্যাবের নমুনা পরীক্ষায় ৬২টি রিপোর্টের মধ্যে ১১টি রিপোর্ট করোনা (কোভিড-১৯) পজিটিভ আর বাকী ৫১টি রিপোর্ট নেগেটিভ হয়েছে এবং অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ২৪৮৭৮টি আর অদ্যাবধি মোট নমুনার ফলাফল হয়েছে ২৪১৩৯টি। ২৪ ঘন্টায় কোয়ারেনটাইম এর সংখ্যা ৩৬ জন আর মোট কোয়ারেন্টাইন গ্রহন করেছে ২৬৫১৪ জন ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র ৪০ জন, মোট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র ২৫২৫৪ জন।
