সহিজল ইসলাম, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ৪৩৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ফুল মিয়া(৪৫) রাশেদুল ইসলাম(৩১) ও লুৎফর রহমান(৩৫)।আটককৃতদের বিরুদ্ধে রাজীবপুর থানায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
আটককৃত ফুল মিয়ার পিতার নাম বারেক আলী, রাশেদুল ইসলামের পিতার নাম আব্দুল হাই।দুইজনের বাড়ি শিবেরডাঙ্গী গ্রামে।অপর আটককৃত লুৎফর রহমানর বাড়ি বালিয়ামারী নয়াপাড়া গ্রামে তার পিতার নাম আব্দুল লতিফ।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে দুই জনকে ৪৩৫ পিছ ইয়াবা সহ আটক করা হয়।আটককৃতদের তথ্যের ভিত্তিতে লুৎফর রহমান নামে আরও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত তিন জনকে আজ মঙ্গলবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ওসি ।