বিকাশ ঘোষ, সবুজ বাংলা নিউজ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ১০ মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগ ও গোলাপগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে ।
শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার গোলাপগঞ্জ ডিগ্রী কলেজ ও মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয় এলাকা সহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন হিসেবে বৃক্ষরোপণ করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো.রোকুনুজ্জামান বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম ফরিদ, যুগ্ম আহ্বায়ক মো. সাজেদুর রহমান অন্তু, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান রনি শাহ্, সহ-সভাপতি মো. মামুন খান, গোলাপগঞ্জ ডিগ্রী কলেজের সভাপতি আহসান হাবীব সহ আরো অনেকে।