বিকেল বেলা ঘুরতে বেরিয়ে
চলে গেলাম ভার্সিটি পেরিয়ে;
আড্ডার ছলে নিজেদের মাঝে
গল্প হলো নতুন সাজে।
আকাশে মেঘ, বাতাসে জলকণা
কন্যা তুমি হয়েছিলে আনমনা;
ভিজতে চাও আমার সাথে
বৃষ্টি আসলো নতুন সাজে।
চলো ভিজি আজ একসাথে
দুজনার হাতে হাত রেখে;
অঝোরে ঝরে পড়ছে বৃষ্টি
দুজনার অন্তরে একই দৃষ্টি।
চোখে চোখ, হাতে হাত
প্রাণের টান হৃদয়ের চাওয়া
হাঁটছি না দেখে ফুটপাত
বয়ে চলছে মৃদু হাওয়া।
বৃষ্টির মাঝে রাজপথে নেমে
ভিজছি দুজন আপন মনে;
কাঁপছে শরীর মৃদু বেগে
রিক্সায় উঠলে ঠাণ্ডা ভেবে।
ফিরে আসলাম আপন হলে
ঠাণ্ডা লাগলো একটু গায়ে;
বিছানায় শুয়ে চাঁদর মুড়িয়ে
তোমাকে নিলাম কল্পনা জুড়ে।
বাংলা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়