রহস্যের রসাতলে ভরাডুবি খাও
আগেই বলেছি তোমাকে;
কান খুলে শুনে নাও
জানতে পারবেনা আমাকে।
সাগর অতলে স্থির জল
কেন্দ্রে ঘূর্ণায়মান হাওয়া;
রহস্যের রসাতলে চোখ ছলছল
বৃথায় জানতে চাওয়া।
অগ্নি ঝরা দুপুর রোদে
আঁচ লাগে গায়ে;
বলেছিতো পারবে না জানতে
ধরছো কেনো পায়ে?
সন্ধ্যার আকাশে মিটিমিটি তারা
জ্বলে না তো আর;
মেঘের মতো ছুটছে যারা
সামনে তার অন্ধকার।
আমার দ্বারা সম্ভব না
অন্য পথ দেখো;
এই ব্যাপার মানায় না
নিজের ছবি আঁকো।
এবি. সিদ্দিক
বাংলা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়