এম এ হাসান কুমিল্লাঃ
কুমিল্লা চৌদ্দগ্রামে থাইল্যান্ডের শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী এ প্রতিষ্ঠানের সায়াম সিটি সিমেন্ট কোম্পানির ব্র্যান্ড ইনসি সিমেন্ট কোম্পানি ও নির্মাণ কারিগর রাজমিস্ত্রী দের মিলন মেলা অনুষ্ঠিত হয়। উপজেলার কাশিনগর ইউনিয়নের স্থানীয় দরবেশ বাজারের সু-পরিচিত ব্যবসায়ীক প্রতিষ্ঠান মের্সাস ঈশা এন্টারপ্রাইজ এর উদ্যােগে ১৬ই ফেব্রুয়ারী রবিবার সন্ধায় দরবেশ বাজারে অনুষ্ঠিত হয় ইনসি সিমেন্ট রাজমিস্ত্রী মিলন মেলা। কাশিনগর ইউনিয়নের স্থানীয় জুগিরকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মের্সাস ঈশা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী হাজী ইলিয়াস হাজারীর সভাপতিত্বে উক্ত মিলন মেলায় এসময় রাজমিস্ত্রী দের সাথে কোম্পানির বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন,ইনসি সিমেন্ট কোম্পানি এরিয়া ম্যানেজার আব্দুল আলিম সরকার, সেলস এক্সিকিউটিভ মিরন মজুমদার, ইঞ্জিনিয়ার এ কে এম নূরন-নবী রাজিব, বিক্রয় প্রতিনিধি জাকির হোসেন, ইনসি এজেন্ট বিজরা বরুড়া প্রমুখ।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মা এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর সাইফুল কবির বাপ্পি, ইসরাত এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ইমাম হোসেন রুবেল সহ দরবেশ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীক নেতৃবৃন্দ।অনুষ্ঠান সভাপতি মের্সাস ঈশা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী হাজী ইলিয়াছ হাজারীর সমাপনি বক্তব্যের মাধ্যমে উক্ত ইনসি সিমেন্ট রাজমিস্ত্রী মিলন মেলার অনুষ্ঠান টির সমাপ্তি হয়।