বিকাশ ঘোষ, স্টাফ রিপোর্টার, সবুজ বাংলাা নিউজ ॥
দিনাজপুরের বীরগঞ্জে অসহায় প্রতিবন্ধী, গরিব-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উন্নয়ন সংস্থা গুডনেইবারস্ বীরগঞ্জ সিডিপি’র আয়োজনে মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রায় ৮শ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, গুডনেইবারস্ বাংলাদেশ কেন্দ্রীয় অফিসের আইজিটি অফিসার জয় চন্দ্র দাস, গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপি ম্যানেজার বিধান মন্ডল, মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা, সংস্থার সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকার, মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব কর্মকার প্রমুখ।