বিকাশ ঘোষ, স্টাফ রিপোর্টার ll
কাহারোলে দূধর্ষ চাঁদাবাজ পলাশ ও দুলাল গ্রেফতার। কাহারোল থানা সূত্রে জানা যায় গতকাল ৭ ফেব্রুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানার এসআই সুবাশ চন্দ্র রায়ের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স সহ কাহারোল উপজেলার দশ মাইল এলাকায় অভিযান চালিয়ে দুইজন দুধর্ষ চাঁদাবাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, পূর্বসাদীপুর গ্রামের বাবুল রহমানের পুত্র পিয়ার আলী ওরয়ে পলাশ (২৬) ও মৃত-তমিজ উদ্দীনের পুত্র মোঃ দুলাল (৫০) । জানা যায় পলাশ ও দুলাল দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করে আসছিল। এ ব্যাপারে কাহারোল থানায় তাদের বিরুদ্ধে ৩৮৫/৩৮৭/৩২৩/৪২৭/৩৪ দন্ড বিধি মোতাবেক একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং .০১/১৩, তারিখ- ০৭/০২/২০২০। তাদেরকে ৮ ফেব্রুয়ারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।